____ঘুড়ি


কাশ বনে ঐ সাদা ফুল
শুভ্র দাঁতে হাসে,
সাদা মেঘে আকাশ ভরা
স্বপ্ন দুলে ঘাসে।


নাটাই হাতে ভুতু সোনা
সবুজ ঘাসের মাঠে,
উজান ঠেলে উড়ে ঘুড়ি
সাদা মেঘের সাথে।


ভুতুর ঘুড়ির সুতার টানে
মেঘ কাটে ফালি ফালি,
শঙ্খচিলের পাখা ছুঁয়ে
রৌদ্র জ্বলে ঝিকি মিকি।


____এমন দিনে ভুতু সোনা


এমন দিনে ভুতু সোনা
নানার বাড়ী নাই,
স্কুল বাসা যাওয়া আসা
সবুজ মাঠ চাই।


ফড়িং ডানা ঘাসের ডোগা
লাউ মাচায় সাদাফুল,
সোনার শৈশব যায় হারিয়ে
নগর বাসে হারাকুল।


____ভুতু আঁকে দিঘীর ঢেউ


দিঘীর জলে পদ্ম ফোটে
আঁধার রাতে জোনাক জ্বলে,
পদ্ম দিঘীর ঘাটে বসে
বৌ ঝি রা বাসন মাজে।


জল রঙ এ ছোপ ছোপ
ভুতু আঁকে দিঘীর ঢেউ
রং তুলিতে আঁকি বুকি
জোছনা ভরা পদ্ম দিঘী।


১৪২৪/২৬, আশ্বিন/শরৎকাল।