______বড়ই ঘোর আঁধার


মাঝ পথে দাঁড়িযে যে
পথ তো এখনও দূর বহু দূর?


কবি দ্যাখছি, পথই চেনা না?
যে পথে চললে জনম ভর; সেই পথই তোমার চেনা নাই?
তা' কি বলেছি মহাশয়? পথের কথা বললাম,
পথ চেনার কথা হয়নি তো।


মাঝ পথের দিক নির্দেশনা করলেই হয়!
পথের সীমানা যে অজানা; যে কোন সময় পথ ফুরায়!
তখন আর করার কিছুই থাকে না কারোরই।
কৈশোর থেকে যৌবন বোধি, পথ তো দেখলাম
যতটুকু চেনা যায় আবছা ঘোরেই তো যায় কেটে।
দূর পথের খোয়াব দেখে দেখে
চেনার মিতস্ক্রিয় আবেশ জন্মায় বলতেই পারা যায়;
তারপর আর কি?


পথের আঁড়ালেই দূর পথের সন্ধান লুকিয়ে রয়
খুঁজতে হয় জীবন বোধি!
বড়ই ঘোর আঁধার; যদি মিলে পো'য়া বারো।


আজ ৯ ফাল্গুন ১৪২৯