-জল ভরা মেঘ


জল ভরা মেঘ
বাতাসে টইটুম্বর
জলের ঘ্রাণ।


সেই ঘ্রাণ আঁকাশ নিয়ে
তুলির আঁচড়ে এদিক ওদিক কোণা কোণি
এলো মেলো এলোকেশ; এক সময় বিরক্ত স্বরে উচ্ছ্বনে যায়,
ছুঁড়ে দেয় দিগন্তের পাড়ে।


কোন কথা নেই? শুধু বোবা কথন!
হাওয়ার অন্দর মহলে নিত্য সুধা রসে
গীত গায় প্রহলিকা, পৌন পৌনিক চন্দ্রবতীর কবিতারা
রাতের জোছনায় নৈতিকতা ফিরে না
যত সব অযাচিত শীৎকার, অভিনয়;
ধোঁয়াশায় আলো ঢাকে নিত্য।


সবুজ জমিনে
কোলাহলে মাতম
সুলোলিত তীরুন্দাজ!


আগুপিছু ভাবে না সচল কালের আঁধার
বাষ্পের মতো বুদ বুদ কোলাহল কালের ক্ষেপ
পারে না সদল বলে রাখিতে;
বিষাদে আঁকা
মেঘের কৃঞ্চকালো দ্রোহ
ক্ষণকালের দর্পে পুড়ে!


১৪২৫/ বৈশাখ/ গ্রীষ্মকাল।