সাদা কাগজে জল রং


__বর কনের মেলা


ঘাস ফুলে শিশির দানা
মুক্তার স্ফটিক হাসে
ভোরের আলো যেই ছুঁয়েছে
ঝিকিমিকি রঙ খেলে।


শিউলী ঝরে শিউলী তলায়
শিশিরে ভেজা ঘাস
ফুল কুড়াতে ভুতু সোনার
শীতে কাঁপে ঠোঁট।


ফুলের ডালা শিউলী ফুলে
বাহারি রং ধরে
শিউলী ফুলে পুতুল বিয়ে
বরকনের মেলা বসে।


___বাঘা ফড়িং


ডোবার ধারে শালিক জটলা
কিচির মিচির ডাকে
হাসের ছানা ডুব সাঁতারে
শীতল জলে ভাসে।


মায়ের সাথে জল থৈ থৈ
খেলার ছলে ডুবে
ঐ যে আবার উঠে জেগে
শেওলা গায়ে মেখে।


জল থৈ থৈ কুয়াশা উড়ে
মিহি দানার হাওয়া
ভুতু সোনার লাল সুয়েটার
বাঘা ফড়িং বসে।


___নবান্নের উঠান


শিশির ভেজা লাউ ফুলে
কালো ভ্রমর বসে
গুন গুনিয়ে গান যে গায়
শিশির ভেজা ঠোঁটে।


তাই শুনে হলদে পোকা
গান ধরে উড়ে উড়ে
হাওয়ায় ভেসে কুয়াশা এলো
লাউফুল দুলে উঠে।


ভুতু সোনা ভোর সকালে
শিশির মাখা মেঠপথে
কত কি তার চোখে পরে?
নবান্নের উঠান জুড়ে।


___সাদা কাগজে জল রং এ


ভুতু এবার বেজায় খুশি
একটু ছুটি পেয়ে
পরীক্ষা যে তার শেষ হয়েছে
একটু স্বস্তি মিলে।


কয়টা দিন এদিক ওদিক
ঘুরবে মন খুলে
মা বাবা যে ছাড়তে চায় না
ছোট্ট ভুতু বলে।


তাতে কি?  ঐ যে খোলা আকাশ
খিল খিলয়ে মেঘ উড়ে
যত্রতত্র স্বপ্ন গুলো উড়ে উড়ে
সাদা কাগজে জল রং এ।


১৪২৪/১৮ অগ্রহায়ণ/হেমন্তকাল