তোমার আমাতে টান ছিল না


তোমার আমাতে টান ছিল না
মোহ ছিল প্রবল; কদাচিত বিলাপ ছেঁটে কাব্য কথন
জলে ঢেউ বিলি কেটে যায় বৃথায় রোদন।


তোমার আমাতে টান ছিল না মোটেই
মোহ ছিল প্রবল যেন আঁধার রাতে
আঁধার তেড়ে আসা হাওয়ার মতো; খেয়ার মোহনা
খানিক জোয়ার আবার ভাটার টান।
যেতে যেতে পথে বেলা শেষে মুর্চ্ছা যায় আলো
তোমার আমাতে সেই আলোয় দেখা কত বার?
সন্ধ্যা তারার মোহনীয় আবেশ; টান ছিল না মোটেই
মোহ ছিল প্রবল যেন মাছ ধিয়ানে মাছরাঙার।


তোমার আমাতে টান ছিল না
মোহ ছিল প্রবল; বিরহী শঙ্খচিলের খসে পড়া পালক
হাওয়ায় ভেসে ভেসে কোন সে ধুলোর পরে।


২৬/ মাঘ/শীতকাল/১৪২৪