==সে তো তোমারই মুখ!


জলছবি সম দাঁড়াও নিত্য সম্মুখে
পলক ফেরালেই;
সে তো তোমারই মুখ!
আলো ফুঁড়ে
বাতাস ফুঁড়ে
রাতের আঁধার ঠেলে
জোছনা ফুঁড়ে
বেরিয়ে আসো সাচ্ছন্দে
প্রেম প্রতিমা রুপে
করেছিনু পণ; দেখব না আর
তবুও সমুখে একই রুপে;
এ কি দ্রোহ মোর?
যন্ত্রণা পোড়ায়
পুড়ি নিত্য ক্ষণে; পলে পলে
অভিমানে যাতনা কুড়িয়ে পাওয়া
স্বপ্ন যাতনা ঘন মগনে।


=====অভিমান তোমার
বসন্তের বাতাস দুলিয়ে ছিল। পাতার তির তির করা স্পর্শসুরে মাতাল হাওয়া গান শুনিয়ে ছিল। ছুঁয়ে ছিল জোছনা আবেশ তোমার অভিমান প্রাতে। তোমার চোখে পথের ধুলো ছুঁয়েছিল একটু আঘাতের তরে। তবুও তুমি দেখোনি একটু চেয়ে। তোমারই সমুখে এ কোন অভিমান দাঁড়িয়ে ছিল?  তোমারই প্রেমের তরে। ছুঁয়ে ছিলে বাতাস, মুছেছিলে চোখ আলতো প্রলেপ যাতনায়। এ কি অভিমান তোমার? ধুলোর প্রাতে হাওয়া উড়িয়ে উড়ায় নিত্য।


১৪২৪/৮ চৈত্র/ বসন্তকাল।