আমি:-
সেদিন কথা বলেছিলাম তোমার সাথে আমি
হয়তো মনে একটু ব্যথা পেয়েছিলে তুমি
আমি জানি মানুষ তুমি খুবই নরম মনের
সবসময়ই কথা রাখো পর ও আপন জনের
তাইতো তোমায় বলি আমি একটা কথা শোনো
তুমি কিন্তু আমায় শুধু বন্ধু  বলেই জেনো
......................................
হটাৎ সেদিন কথা বললাম রাস্তার মাঝখানে
বললে না তুমি তাই কষ্ট পেলাম মনে
পরে তখন ভেবেছিলাম রাগ কেন এত
চেষ্টা করলে একটু কথা হয়ত বলা যেত
খবর পেলাম তুমি এখন সুখি বিবাহিতা
বন্ধু হয়ে আমিও খুশি ওগো রুচিতা
.....................................
রুচিতা:-
তোমার কথা রাখতে পারিনি,তুমি তা জানো
কারন টা কি তা হয়ত জানবে না কখনও
তোমার যাওয়ার কিছু পরেই এমনটা ঘটে
হায় কি যন্ত্রনা! বোঝাবো কিভাবে?
বাঁচতে হলে অর্থ চাই তা কে মেটাবে?
এখান থেকেই সুত্রপাত এমন এক চুক্তির
মানতে হলেই ভাঙতে হবে তোমার দেওয়া কথা
তখনই যে লেগেছিল সবচেয়ে বড় ব্যথা
করতে হবে বিবাহ এমন ছিল চুক্তি
তাতেই নাকি হবে আমার অর্থ ঋণের মুক্তি।
মরে গেলেই ভালো হত ভেবেছিলাম আমি
আমার মৃত্যুর খবর শুনে ভালো থাকতে তুমি?
জানি পারতে না।তাই আমিও ভাবিনি
এভাবেই কেটেছে কত যে যামীনী
.....................................
আমি:-
এমনটা যদিও হয়,কষ্ট পাব আমি
ভেবেই মরে যাচ্ছি সুখি নেই তুমি
বলেছিলাম মনে আছে? সেই... যে তোমাকে
যেখানেই থাকো তুমি খুশি রাখো নিজেকে।
আমি আর কেউ নই তোমার জীবনের
আমি আর কেউ নই তোমার মরণের
আবারও বলি তোমায়,
যেখানেই থেকো খুব ভালো থেকো,
সারা জীবন আনন্দে তুমি মেতে থেকো।