শুনেছি
তুমি এখনো স্বপ্ন দেখো
এখনো গল্প লেখো
এখনো ইচ্ছের ঘুড়ি উড়াও অসীম আকাশে,
জানি
স্বপ্নভঙ্গ উদাসীন মানুষেরে ভালোবেসে
এখনো রংধনুর ছবি আঁকো
বিকেলের বৃষ্টি শেষে ।


আমি
অপলক চেয়ে আছি পথের দিকে
যদিও বিষণ্ণ সময় এখন বড় ফিকে
হাটু পেতে দিবসের সূর্যটা চাইছে বিদায়,
আমি জানি
তোমার বুকে কষ্ট কতখানি
নিয়ত বিরহের সুর বাজে তানপুরায় ।


এখনো আমি
তোমাকে ছুঁয়ে আসি
পরম স্পর্শ পেতে কল্পনায় ভাসি
অথচ-
আশা নিরাশার দোলাচলে কাটে দিন,
এখনো স্মৃতিতে তুমি রয়েছো
কষ্ট কাব্যে কঠিন গদ্য লেখা পাতায় পাতায়
উজ্জ্বল অমলিন ।


নিয়তির হাত ধরে
অবুঝের মতো করে
হেঁটেছি অনেক পথ,সেকি ছিলো ভুল ?
এখনো সময়ের ঘড়ি টিকটিক চলে
আকাঙ্ক্ষার কথা বলে
সমান্তরাল জীবনের ব্যাতয় ঘটেনি একচুল ।


এ মহা জীবনের সাগর তীরে
এখনো রয়েছি হাত ধরে
তীর ভাঙ্গা ঢেউ এসে ভাসায় শরীর
নীল জলে অন্ধকার তিমির
অনেক দূরে হাতছানি দেয় কল্পনা বিলাসিনী,
আমি তারে ভালো করেই চিনি
তুমি নেই জানি
তবুও
সময় অসময়ে ভাসাই আজো স্বপ্ন বোঝাই তরী খানি ।