অনেক দূর এসে দেখি
সামনে আর পথ নেই
কখন যে হয়েছে পথের শেষ,
ঠাঁই দাড়িয়ে ভাবি
কি হবে এখন
আকাশের সব রং অকস্মাৎ নিরুদ্দেশ।


যতো দূর চোখ যায়
অপলক তাকিয়ে আছি
আমি কিগো হারায়েছি দিশা,
বেলা দেখি অস্তাচলগামী
তা হলে কি এক্ষুনি
নেমে আসবে ঘোর অমানিশা?


ডাহুক ফিরছে ঘরে
গাঙচিল ডানা ঝাপটায়
শেষ রোদ্দুরের উত্তাপ মুছে ঠোঁটে,
আবছা অন্ধকার হাতছানি দেয়
পালতোলা নৌকার সারি
জারি সারি গেয়ে চলেছে ছুটে।


আমি কোথা যাবো
ভাবি দিবসের শেষে
কে দেবে আমায় পথের ঠিকানা?
অনেক ভেবেও আমি
পাইনিকো কোনো পথ
অতঃপর রয়ে গেলো অজানা।


তবে কিগো পথে বসে
ফেলিবো অশ্রুজল
মিশাবো কি তাই নদীর জলে ,
নদীও জানেনা কোথা সে চলেছে
সমুদ্র ডাকে আয়
চলো মিশে যাই অথৈ অতলে।


পৃথিবীর সব পথ
মিশে গেছে যেখানে
এর পরে ঘোর অন্ধকার পেয়েছে ঠাঁই,
এ মহাজীবন
এমনি এক পথের নাম
সকলে আমরা একদিন সেখানেই হারাই।