তোমার জন্য , কতো চেনা পথ হয়েছে আমার অচেনা,
আবার, কতো অচেনা পথ যে হয়েছে চিরচেনা ।।
তোমার জন্য, লিখেছি কতো শত বেদনায় ভরা কবিতা
আবার, আনন্দে হারিয়ে গেছি, ছুঁয়েছে মুগ্ধতা ।।
তোমার জন্য, কতো নদী কতো সাগর হয়েছে নিথর,
আবার, কতো স্নিগ্ধ স্পর্শে ছুঁয়েছি তোমার লাল অধর ।।
তোমার জন্য, কতো জোৎস্নাভরা রাত কেটেছে নির্ঘুম,
আবার, আঁধার কালোরাত কতো সেজেছে নিপুন ।।
তোমার জন্য, কতো অচেনা সুর ভেসে গেছে বহুদূর,
আবার, সাজানো কতো সংসার ভেংগে হয়েছে চূড় ।।
তোমার জন্য, কতো গান গেয়েছি বেসুরো গলায়,
আবার, কতো রঙ মেখে ঘুরেছি আমি বৈশাখী মেলায় ।।
তোমার জন্য, কতো পত্রলিখে ভরেছি ডায়েরীর পাতা,
আবার, কতো ভালোবাসার কতো প্রেমের কবিতা ।।
তোমার জন্য, কতো পড়েছি কবিতা কতো লেখকের,
আবার, ছিঁড়ে ফেলেছি কতো গান কতো সাধকের ।।
তোমার জন্য, কতো স্বপ্ন বুনেছি গেঁথেছি বকুল মালা,
আবার, নিমিষে ছিড়ে ফেলেছি, হৃদয়ে করেছে জ্বালা ।।
তোমার জন্য, কতো কষ্টের নীল সাগর দিয়েছি পাড়ি,
আবার, কতো সুখের নীড় আমি সহজেই এসেছি ছাড়ি ।।
তোমার জন্য, কতো গোধূলি বেলা কেটেছে অশ্রুজলে,
আবার, কতো পড়ন্ত বিকেল বিহঙ্গ ছুঁয়েছে আকাশ নীলে ।।
তোমার জন্য, কতো অসাধ্য করেছি সাধন পেয়েছি প্রাণ,
আবার, কতো কষ্ট পেছনে ফেলে হয়েছি আমি মহান।।
তোমার জন্য, তৃষিত হৃদয় আমার পেয়েছে শান্তনা,
আবার, কতো প্রেম, ভালোবাসায় করি তব; বন্দনা ।।
তোমার জন্য, মুছে ফেলেছি নিভৃতে কতো অশ্রুজল,
আবার, বিধস্ত মনে পেয়েছি আমি শক্তি সাহস বল ।।