আমি পাথরের মতো কঠিন
সাগরের মতো অবিচল ।
আমি নাবিকের মতো দুর্দম
আলোক বর্তিকা পাঞ্জেরী ।
আমি ভয়,নর পিশাচ অত্যাচারীর,
সৎ পথের দিশারী সত্যবাদীর ।
আমি দুর্বলের শক্তি,দৃষ্টিহীনের আলো,
আমি মুমূর্ষু মানুষের আশার প্রদীপ
মানি না আমি বাঁধা ঘাত প্রতিঘাত
আমি দুর্বার গতি,ছন্দের হিন্দোল
নিরন্ন মানুষের আমি অন্ন।
আমি হিমালয়ের মতো ঊর্ধ্বে,
অসিম গগনের ন্যায় সীমাহীন
আমি বিজয়ের নিশান হাতে অগ্নি।
ঘুর্নি ঝড়ের মতো প্রবল আমার গতি
বাঁধার দেয়াল ভেংগে করি চুরমার---
আমি ভয়াবহ সুনামির মতো উত্তাল
ইসরাফিলের বীণার হুংকার,
আমি কান্তার মরু যাত্রী র অবলম্বন
ক্রান্তি অব -স্বাদের শান্তি,
আমি সুন্দরের পূজারী, করি আলিঙ্গন
আমি ন্যায়, অন্যায়ের তীব্র প্রতিবাদ
আমি পরাধীনতার শৃঙ্খল মুক্ত করে
পাই আনন্দের স্বাদ ।
আমি বীণার সুর---
আর্ত পীড়িতের স্তব: সঙ্গীত
আমি মশাল, জ্বালিয়ে দেই
অত্যাচারীর শাণিত হাতিয়ার,
আমি আশাহিন মানুষের ভালোবাসা
পথ হারা পথিকের পথের দিশা।
আমি বিকট ,বজ্রের গর্জন
তেজোদৃপ্ত আমি, সূর্যের মতন ।
আমি উল্কার মতো ছুটে চলি
পুড়িয়ে ভস্ম করি বাঁধার প্রাচীর--
আমি আরবের বেদুইন
স্বাধীনতায় করি বিশ্বাস,
আমি প্রিয়ার মুখের হাসি
দিঘল কালো কেশ ।
আমি দখিনা সমিরণের মতো
ছাড়ি নিশ্বাস ।
আমি করি জয় অজানাকে--
ভূলোক,দূলোক,স্বর্গ,নরক ।
আমি ঝরে পড়ি বারি ধারার মতো
তৃষ্ণার্ত হৃদয়ে--
করি শান্ত, হাহাকার,মহামারী,দুর্ভিক্ষে
লক্ষ কোটি মানুষের লক্ষ্যে ।
আমি শিল্প, বিকশিত হই
আপন খেয়ালে--
দুর্বার গতিতে লড়ি
ঠেকলে পিঠ দেয়ালে ।
আমি ঝঞ্জার মতো
শত্রুর শংকিত মনের ডাংকা
আমি করিনা ভয় ভীতি শংকা ।
বাঁধার দেয়াল মাড়িয়ে করি অভিযান
রাম রাবনের লংকা ।
আমি ওমরের ন্যায় নীতিবান
ন্যায়ের পথে , অন্যায়ের করি বিচার
আমি টলি নাকে নুয়ে
আমি বন্ধু , সব মানুষের ,সবার--
আমি কবি ,করি গান
মুক্ত বিহঙ্গের মতো উড়ে চলি
দেশ, দেশান্তরে ।।