ফেলে আসা দিনগুলি, যদি ফিরে পেতাম
কতোই না ভালো হতো, ভুল গুলি শুধরে নিতাম।
মনে পড়ে তোমার, একদিন কৃষ্ণচূড়া তলে
কতো কথা কতো খুনসুটি, কতো কথার ছলে।
তুমি আমার অজান্তে, তোমার হাত আমারই হাতে
হাত রেখে চলেছো, কতো না পথ এক সাথে।
মাঝে মাঝে তুমি বলতে, পারবো না যেতে আর
আমি হাসতাম, তুমিও হেসে হেঁটেছো আবার।
মনে আছে, আম কুড়াতে গিয়ে একদিন তুমি
দৌড়ে ছিলে, পড়ে গিয়ে গড়াগড়ি হাসলাম আমি।
সেই থেকে লজ্জায় হলে লাল, করলে অভিমান
আমারও ভালো লাগা, হারালাম আমি প্রাণ।
দুরু দুরু দুটি হৃদয়, হলো পাগল পাড়া
তুমি আমি, কারণে অকারণে দেই সাড়া।
বিকেল হলেই ছুটে যেতাম, তোমায় দেখিবারে
আঙিনার পাশে দাঁড়িয়ে দেখতে, তুমিও আমারে।
এভাবেই কেটে যেতো, সোনালী দিনগুলো মোর
সকাল থেকে সন্ধ্যা, রাত, তারপর ভোর।
চুপি চুপি শীতের পিঠা, খাওয়াইতে ভালোবেসে
আমি না খাইলে ছুঁবেনা তুমি, বলেছো এসে।
আরও কতো অভিমান, কতো ছেলে মানুষী
কতো রাগ কতো আবদার, তবুও ভালোবাসি।
কখনো বাহু বন্ধনে, কেঁদে ভিজিয়েছো বুক
এরই মাঝে পেয়েছি খুঁজে দুজন, স্বর্গের সুখ।
হারিয়ে গেছে সে দিনগুলো, আসবে না ফিরে
যদি ফিরে পেতাম আবার, যেতাম বহুদূরে।