তিন টাকার বিড়াল খায়
একশো টাকার মাছ,
কানার হাতে কুড়াল দিয়া
রাজায় কাটে গাছ।


বাঘ মহিষে যদি খায়
এক ঘাটের জল,
বানর হাতে খুন্তা নিয়ে
নাড়েচারে কল।


ইঁদুর বিড়াল ভাই ভাই
ঠাঁই ঠাঁই হলে,
পাঁচ ফুট মানুষের
বামনে কান ডলে।


লেংরা খোঁড়া বল নিয়ে
খেলতে যদি আসে,
দর্শকেরা হাত তালি দেয়
দুই হাতে কষে।


বানর যদি পেয়ে বসে
পিঠা ভাগের কাজ,
বেশ্যা যদি ঘোমটা দিয়ে
ধরে সতীর সাজ।


চামচিকায় সাজলে মোড়ল
বাঁচার উপায় নাই,
এমন হলে  হবে
পথ না খুঁজে পাই।