বৃষ্টি চাই, আজ শুধু বৃষ্টি চাই ।
বৃষ্টি চাই,মূষলধারায় অবিরাম
যেন, ভেসে যায় ,ডুবে যায়
অন্যায়ের বিভীষিকাময় পাহাড় ।
আজ হৃদয় তপ্ত মরু,বৃষ্টিহীন
অনুর্বর জমিন, শূন্যতা রাশি রাশি
পাখি ডাকেনা, স্বপ্নহীন অন্ধকার ।
একমুঠো শস্যদানা, তবুও নেই,
যে নতুন করে অংকুরিত হবে
সবুজে শ্যামলে ভরে যাবে ।
বৃষ্টি চাই, আজ শুধু বৃষ্টি চাই
অবিরাম বৃষ্টি, অফুরন্ত বৃষ্টি ।
বৃষ্টির কণায় আজ ভরে যাক
তপ্ত হৃদয়ের সমস্ত শূন্য ভূমি,
প্লাবন আর বন্যায় ভেসে যাক
ঘৃণ্য বৃত্তির বিশাল উপত্যকা ।
বৃষ্টি চাই, আজ প্রচন্ড বৃষ্টি চাই
তপ্ত হৃদয়টা যদি তলিয়ে যায়
যেতে দাও, তবুও বৃষ্টি চাই ।
অন্যায় যতো সব ভেসে যাক
ধুয়ে মুছে, হৃদয় জমিন ।
নতুন করে, সবুজে শ্যামলে
ভরে যাক, গজিয়ে উঠুক কচিপাতা
সৃষ্টি হোক হৃদয় থেকে হৃদয়ে,
নতুন হৃদপিন্ড, বৃষ্টি চাই
আজ শুধু বৃষ্টি চাই, বৃষ্টি চাই ।