ভালোবাসা যেন, স্বপ্নে আঁকা কোন এক পড়ন্ত বিকাল
ভালোবাসা যেন, শিশির ঝড়া কোন এক শীতের সকাল।
ভালোবাসা যেন, ক্লান্তিমাখা কোন এক অলস দুপুর
ভালোবাসা যেন, মেঠোপখে হাঁটা প্রেয়সীর পায়ের নুপুর ।
ভালোবাসা যেন, দুঃখের মাঝে অনাবিল সুখের পরশ
ভালোবাসা যেন, অসাড় দেহে প্রাণের স্পন্দিত সরস ।
ভালোবাসা যেন, সুদূর ইতিহাস মৃত্যুহীন অনন্ত জীবন
ভালোবাসা যেন, হাজার বছর বেঁচে থাকা নেই মরণ।
ভালোবাসা যেন, ফুলের সুঘ্রাণ পাখি ডাকা কোন ভোর
ভালোবাসা যেন, মুক্ত বিহঙ্গ মুক্ত আকাশ মুক্ত হাওয়ার দোর।
ভালোবাসা যেন, পাহাড়ী ঝর্না প্রবহমান নদীর মোহনা
ভালোবাসা যেন, ঠিকানাহীন কোন পথিকের ঠিকানা ।
ভালোবাসা যেন, মেঘেঢাঁকা আকাশ রিমঝিম বৃষ্টি
ভালোবাসা যেন, যতোদূর দেখি সবই বিধাতার সৃষ্টি।
ভালোবাসা যেন, কান্নার শেষে অথই হাসির ফোয়ারা
ভালোবাসা যেন, সবখানে ভালোবাসাতে মাখামাখি সাড়া ।
ভালোবাসা যেন, আদিকাল থেকে আজ এই জীবন ধারা
ভালোবাসা যেন, বেদনার মাঝে একটু সুখের কিণারা ।
ভালোবাসা যেন, শাহজাহানের তাজমহল প্রাণ মমতাজ
ভালোবাসা যেন, উচ্চশিরে দাঁড়ায়ে ঐ আগ্রার বিশ্ব রাজ ।