কাঁদছ কেন মাগো তুমি
মুছো চোখের জল
কেঁদে কেঁদে আঁখি দুটি
আজ করেছ বিকল।


দেশকে আমরা করেছি স্বাধীন
আমরাই তোমার ছেলে
তোমার ছেলে মরে নি মাগো
নাওনা মোদের কোলে।


আর কেঁদোনা মাগো তুমি
আমরা নইকো পরাধীন
মাতৃ ভাষায় বলবো কথা
বাংলায় আসবে সুদিন।


চুপটি করে আছো কেন
তুমি বড়ই বোকা
পতাকার লাল বৃত্তে দেখো
ঐতো তোমার খোকা।


একটুখানি হাসো মাগো
পুরনো স্মৃতি ভুলে
তোমার ছেলে ঘুমিয়ে আছে
মাতৃভূমির কোলে।

ওই দেখ মা তোমার ছেলে
গর্বিত শির তুলে
অধীর আগ্রহে অপেক্ষায়
মালা পড়াবে বলে।


এখন তুমি সব ভুলে মা
গাও বিজয়ের গান
জাতি আজ দেবে তোমায়
রত্নগর্ভা মায়ের সম্মান।