আমি আদিগন্ত চেয়ে দেখি বাংলার অপরূপ রূপ,
তাইতো মাঝে মাঝে হারিয়ে যাই কল্পনায় নিশ্চুপ।
যতো দেখি বারবার দেখি দেখার নেইকো শেষ,
এ আমার অহংকার এটাই আমার বাংলাদেশ।
অফুরন্ত শোভা ছড়ানো ছিটানো আমার আঙ্গিনা,
জন্ম সেথায় মৃত্যু সেথায় আমার এই তো ঠিকানা।
আমার মন হারিয়ে যায় সবুজ শ্যামল মেঠো পথে,
কতো কথার ভাবনা কতো কল্পনা যেতে যেতে।
কৃষক সোনালি ফসল নিয়ে যায় হাসি আনন্দে,
পাখি সব করে রব গোধূলি বেলায় কতো ছন্দে।
সোনালি ফসলের মৌ মৌ গন্ধে আকুলিত মন প্রাণ,
এই তো আমার জন্মভূমি চারিদিকে সুদীপ্ত সুঘ্রাণ।
আমি অবিরাম পথ চলি পদতলে কাদা জল পলি,
গায়ে মেখে নিই আমি মহানন্দে কতো ধুলাবালি।
ছোট ছোট ধরি মাছ করি অবগাহন ঘোলা জলে,
শীতে ঠক ঠক তবু আরও কিছুক্ষণ নেশার ছলে।
ভোর হলে পাখির কলরব সন্ধ্যায় কিচিরমিচির,
বরষায় চারিদিকে অথই জল চৈত্রে আবার চৌচির।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।