কোন এক রাত্রিতে একটু অবসরে
যদি দাঁড়াও তোমাদের
আঙিনার এক পাশে ।
তাহলে, অনুভব করিতে পারিবে
হাসনা হেনার মন মাতানো গন্ধ,
নিশাচর পাখি, পথে কুকুরের
একটানা আর্তনাদ---
থেকে থেকে ডাহুক পাখির কন্ঠস্বর ।
আর যদি বসো দক্ষিন বাতায়নে,
তাহলে দেখিবে---
লম্বা শিকর ঝুলে আছে
দূরে দাঁড়িয়ে বট গাছটির,
আর, তারই শাখায় শাখায়
বাসা বেঁধেছে বুনো পাখিদের দল ।
হয়তো বা কোন বৃষ্টি ঝড়া সন্ধ্যায়,
একা একা রুদ্র গৃহে বসে
ভাববে যখন নিরালয়ে,
মনে পড়িবে তখন
হয়তো বা আমার কথা,
তখন দেখিবে মনের জলসা ঘরে
তোমার কল্পনা শুধু আমাকে নিয়ে ।
মনে রেখ মোরে সে রাতে,
গভীর রাতে আসবো আমি
মিশে যাবো তোমার সাথে
হয়ে যাবো একাকার---