বহুক্ষণ ধরি খুঁজিতেছ পথচারী
প্রিয় মুখ ; তব লভিতে নারি ।
ব্যর্থতায় হয়েছে তাই ভ্রূকুটি মলিন
সেই কখন, রক্তিম আভা হয়েছে বিলীন ।
অস্তমিত রবির, বিরক্ত আর হতাশায়
স্থবির প্রায়, দাঁড়িয়ে আমারি প্রতীক্ষায় ।
এই তো আমি, শব্দে ; চমকে উঠিলে হঠাৎ
শরীরে ঝংকার খেলে গেল , বিজলী তড়িৎ ।
নিঝুম নিশিতে শুধু তুমি আর আমি,
গভীর আলিঙ্গনে বিভোর বারবার চুমি ।
ভাষা নেই নির্বাক, শুধু দীর্ঘ নিঃশ্বাস,
বক্ষ দুরু দুরু সিক্ত আঁখি অঙ্গ অবশ শুধু বিশ্বাস ।
তোমাতে আমাতে মাখামাখি বন্ধন কঠিন
বাহুতে বাহুতে, হৃদয়ে হৃদয়ে মেঘলা মিলন ।
জনম জনম ধরি রবো দুজন এমনি করে,
রচিবো প্রেমের ভুবন, গানের সুরে সুরে ।