আমার কবিতা খানি তোমাদের তরে
লিখেছি খুব যত্ন আর মমতা ভরে ।
তুমি পড়িছো বসি কতো না কৌতুহল নিয়ে
অভিবাদন জানাই, ভালোবাসা দিয়ে ।
আজকের ফুল,তোমার করে তোমাদের তরে
পাঠালাম, হৃদয় থেকে হৃদয় উজার করে ।
ধন্য করিও মোরে তোমাদের ভালোবাসায়
কবিতা খানি পাঠালাম তোমাদের, সে আশায় ।
আজকের বসন্ত গান তোমাদের অন্তরে
ধ্বনিত হবে সেদিন হয়তো বা ক্ষণতরে ।
ঝর্নার গান পাখির কলতান ফুলের সুবাস
ভরে থাকবে সেদিনও মুখরিত হবে মন আকাশ ।
স্মৃতির আড়ালে হারাবে কতো কবির কবিতা
অতিত হবে কতো না লেখা ডায়রীর পাতা ।
হারাবে কতো প্রেম কতো মধুর ভালোবাসা
তবুও থাকবে স্বপ্ন,অভিলাস আর আশা ।
আশার মাঝে বাসা বেঁধে রইবে নিরন্তর
সবুজ শ্যামলে ভরবে প্রকৃতি অবারিত প্রান্তর ।
আমি অভিবাদন জানাই আজ সেদিনের তরে
নতুন কবি রচিবে কবিতা,হয়তো তোমাদের ঘরে ।
কিঞ্চিৎ, তোমাদের হৃদয় কোণে স্থান দিও
অভিবাদন জানিয়ে দিলাম , শুভেচ্ছা নিও।