এখনো হাসির ছলে কিংবা অভিমানের জলে,
কষ্টের পরিত্যক্ত হৃদয়ে মৌন তায় বলে-
আজো ভালোবাসি।
স্বপ্নের ডানা মেলে কিংবা কল্পনার নীলে,
সুখের সু-উচ্চ আসনে বাস্তবতায় বলে-
আজো ভালোবাসি।
চাওয়া পাওয়ার দোদুল্যমান কালে,
শূন্যতার বেড়াজালে এখনো সে বলে-
আজো ভালোবাসি।
স্মৃতিতে পদ্ম ফুলে অথবা বিভ্রান্তির ছোবলে,
অস্ফুট স্বরে মনের অজান্তে এখনো বলে-
আজো ভালোবাসি।
ঝড়ো হাওয়ার কবলে হয়তো উন্মুক্ত শঙ্খচিলে,
চাতক বিহঙ্গের মতো চেয়ে সে শুধু বলে-
আজো ভালোবাসি।
যুদ্ধের ডামাডোলে কিংবা প্রশান্তির ডানা মেলে,
নবজাতকের মতো নিষ্পাপ চাহনিতে বলে-
আজো ভালোবাসি।
মায়ের আঁচল তলে হয়তোবা প্রকৃতির নিলে,
ক্লান্ত জড়ানো পায়ে পথ চলে তবুও বলে-
আজো ভালোবাসি।
কতো কিছুই না হারিয়ে ফেলে দু- হাত শূন্য তুলে,
না পাওয়াার শান্তনা নিয়ে তবুও সে বলে-
আজো ভালোবাসি।