ছাতা কাঁদিয়া কয়
ওহে মহারাজ,
আমি কি অপয়া এতই
এতো শাস্তি আজ ?


ছাতার এ হেনো কথায়
অবাক হইয়া,
মহারাজ বলিলেন
ব্যাপার কিরে ভাইয়া ?


তুমি যে কষ্ট পাও
রোদ বৃষ্টি ঝড়ে,
এই কথা কোনোদিনও
কেউ বলেনি আমারে।


রোদ এলে তুমি আমায়
দাও শীতল ছায়া,
বৃষ্টি এলে বুকে রাখো
আমারে আগ্‌লাইয়া।


ছাতা বলে ঠিক বলেছেন
পিতা মাতা যেমন,
আমিও রাখি তোমায়
সন্তানের মতন।


বুড়ো হইলে বাবা মায়ের
হয় যেই দশা,
আমার কিন্তু কম নয়
অনেক দুর্দশা।


আমারে ফেলিয়া রাখো
যত্র তত্র হেলায়,
ইঁদুর বিড়ালে মাতে
নোংরামি খেলায়।


নীরবে সহিয়া যাই
যদি দিন আসে,
প্রয়োজন হইবে আমার
সামনের চৈত্র মাসে।


বৈশাখ জ্যৈষ্ঠ এলে
সেদিন বুঝাইবো,
সারা বছরের প্রতিশোধ
গুনিয়া লইবো।


আমার যে কি দাম
কতো প্রয়োজন,
হাড়ে হাড়ে জানাইবো
বুঝাইবো তখন।


মহারাজ করজোড়ে
মাটিতে বসিয়া,
বলিলেন ওহে ছাতা
নেবো সকলি শোধরাইয়া।


আমি কিন্তু এতদিন
অকৃতজ্ঞের মতো,
হেলায় গুনিয়াছি প্রমাদ
মূর্খের মতো।


এখন তোমারে আমি
অনেক আদরে,
যতনে রাখিব দেখো
ঘরের অন্দরে।


আমারে করিও ক্ষমা
করিয়াছি ভুল,
কোনোদিন ও হইবে না
অযত্ন একচুল।


আমার হইবে তুমি
মুকুটের সমান,
আজ হইতে দিবো তোমায়
অনেক সন্মান।


থাকিবে আমার মাথায়
বট বৃক্ষের ছায়া,
রোদ ঝড় বৃষ্টি এলে
দিবে মাতৃ মায়া।


ছাতা হাসিয়া কয়
বিশ্বাস হয়না মোটে,
প্রয়োজন ফুরাইলে আবার
কি জানি কি ঘটে।


মহারাজ কহে শোনো
জানো কিরে ভাই,
ভালো হইতে টাকা কড়ির
কোনো দরকার নাই।


আমি হইয়াছি ভালো
দেখো ভবিষ্যত,
আর যদি ভুল হয়
দিও নাকে খত।