যদি আর কোনদিন একজনও মুক্তিযোদ্ধা
তাঁর পরিচয় না দেয়।
কোন মুক্তিযোদ্ধার সন্তান দেশপ্রেম নিয়ে
আর একটা কথাও না বলে।
আর কোনদিন স্বাধীনতা, বিজয় দিবস
পালিত না হয়।
যদি জাতীয় সংঙ্গীত আর গাওয়া না হয়
এই বাংলাদেশে।
আর কোনদিন যদি বঙ্গবন্ধুুর কন্ঠ কখনো
শোনা না যায়।
যদি আর কোনদিন রাজপথে জয় বাংলা
শ্লোগান না হয়।
আর কখনো কোনদিন যদি মুক্তিযোদ্ধারা
মাথা উচুঁ না করে।
যদি রাত পোহালেই আর শোনা না যায়
বঙ্গবন্ধু মরে নাই।
হবেনা এমনটি আর কখনো কোনদিন
এই সোনার বাংলায়।
লাল সবুজের যে পতাকা আমি পেয়েছি
ভুলন্ঠিত হতে দেবোনা।
যে স্বাধীনতা যে বিজয় আমাকে দিয়েছে
আমার পূর্ব পুরুষ।
আমি জীবন দিয়ে তা রাখবো চির অম্লান
মাথা উচুঁ করে।
এই সবুজ শ্যামল বাংলার প্রতিটি প্রান্তরে
মাটির কণায় কণায়।
যে রক্ত ঢেলে দিয়েছে আমার পিতা,পিতামহ
আমি তার পবিত্রতা রক্ষা করবো।
আমি শপথ করছি সোনার বাংলা গড়ার জন্য
এ আমার দৃঢ় অঙ্গিকার।