প্রিয়,
শত জনমের প্রেম আজিকে
তোমায় দিবোগো অঞ্জলি
ভাবিয়াছি তাই,
দুই চোখে তোমার মুখচ্ছবি ভাসে
তুমি কি কেবলই ছবি
তাতে কি গো তুমি নাই ?


তোমারে খুঁজিয়া ব্যাকুল ব্যথিত
আকুল মিনতি বুকে,
পথের পরে পথ হাঁটিয়াছি
দেখিয়াছি পৃথিবীর কতো রূপ,
মেঘেরা কি তাই কাঁদিয়া বেড়ায়
কোথাও কি তুমি নাই
বৃথাই পোড়াই কি গো বাসনার ধূপ ?


এ জীবন ভাসিয়া চলে
আকাঙ্ক্ষার অথৈ জলে
ঠাঁই নাই কোনো কূলে বুঝি আর ?
সমুদ্রের কান্নার সুরে
কাছে কিবা বহুদূরে
অনন্তকাল ফেনিল সম বহে ব্যথা ভার।


দাঁড়ায়ে কিনারে দেখি
ডুবিতেছে মাস্তুল অসীম গভীরে
হাতাশা ঘিরিয়া ধরে মনে
ভরসার শেষ বিন্দু মিশে নোনা জলে কুক্ষনে,
তবুও
অঞ্জলি সম প্রেমে রে করি নিবেদন
অভিমানে যদিবা করো বর্জন
একদিন যে ভালবাসিয়াছিল
তাই চিরদিন গাঁথিয়া রাখিও মনে।