এই নিঃসঙ্গ রাতের কষ্ট
একাকীত্বের নীরব যন্ত্রনা তোমাকে দিলাম,
নেবে ?
আড়ষ্ট স্মৃতি গুলি
জীবনের খর স্রোতে ভাসিয়ে দিলাম
মধ্যরাতের ভাসানিয়া সংগীতে,
তুমি ঘাটে এসে একবার দেখে নিও।
অন্ধকারের দেয়াল ভেদ করে
অদম্য আকাঙ্ক্ষার পাল হীন তরী
তোমার ঘাটে ভেসে এসে যদিবা নোঙ্গর করে
সেটি তুমি হাত বাড়িয়ে তুলে নিও,
অন্ধকার রাতে যে পাখি হঠাৎ ডেকে উঠে-
তার বুক জুড়ে যে বিরহ বেদনার আক্ষেপ
মর্মস্পর্শী আবেদন হয়ে হৃদয়ের তানপুরায় বেজে উঠে
তুমি তাও একবার শুনে নিও।
সন্ধ্যার কুয়াশা গুলি শেষ রাতে শিশির হয়ে
যখন দূর্বা ঘাসে অলংকারের মতো দোল খায়,
রোদের স্পর্শে পরাজিত হয়ে ধূলায় ঝরে পরে
একবার তাকে ক্ষণিকের জন্য হলেও ভালোবেসে দেখো
আমার পরম স্পর্শ পাবে,
জানি বিরহ কে ভালোবেসে সুখ খুঁজে পাওয়ার মতো
সাহসী সাধকেরা আজ আর নেই ,
তাই-
বিদগ্ধ মানুষের কাছে সুখ অনেকটাই গৌণ।
এই নিঃসঙ্গ রাতের কষ্ট
নীরব যন্ত্রণার আর্তি তোমাকে বলবো বলে
কতো যে প্রহর গুনেছি,
ইয়ত্তা হীন অপরিসীম ধূসর সময় গুলি জমিয়ে রেখেছি
যাবার বেলা তোমাকে দিয়ে যাবো বলে।