এইসব দিনগুলি
এইসব দিনের কথা
হয়তো একদিন পড়ে যাবে মনে,
কোনো এক
অলস দুপুর
কিংবা গভীর রাতের সন্ধিক্ষণে।


সেদিন হয়তো তুমি
গাঁয়ের কোনো ঘরে
কিংবা বিশাল প্রসাদের ছাদের উপরে,
দেখিবে আকাশের
কতো রূপ রং তার
বদলিয়ে যায় অলক্ষে কেমন করে।


হয়তো সে রাতে
অন্ধকারে একাকি
খুঁজবে অতীতের বিবর্ণ স্মৃতি,
সহসা দুঠোঁটে
মিলাবে এসে
শৈশব হারানোর বিরহ গীতি।


হয়তো খুঁজবে আমায়
অন্ধকারে হাতরিয়ে
শুন্যে মিলাবে হাতের মুঠো,
অপলক অনেক দূর
তাকিয়ে রবে
তোমার অবাক চোখ দুটো।


একফালি দীর্ঘশ্বাস
হৃদয়ের তানপুরা ধরে
অমনি হয়তো দেবে টান,
তুমি কি বুঝবে
শেষ রাতে কেনো
কুয়াশারা ঝরে যায় লজ্জায় মৃয়মাণ ?


আমিতো স্বপ্নচারী
স্বপ্ন বুনি সবুজ মনে
কখনো স্বপ্ন নিয়ে বুনে দেই পাথরের মাঝে ,
কখনো জলে স্থলে
অন্তরীক্ষে গ্রহান্তরে
কখনোবা আদিম মানুষের অসভ্য সমাজে।