এ আমার দেশ !
ভাবতেও কষ্ট হয়
বুকের ভিতরটা চৌচির হয়ে যায়,
কে যেনো
কষ্টের লাঙ্গলে এফোঁড় ওফোঁড় করে ফেলে
হৃদয়ের সবটুকু সবুজ শস্য ভূমি।
পৃথিবীর মানচিত্রে র অন্য কোথাও হবে
অন্য কোনো খানে,
এ আমার দেশ না।
ডাস্টবিনে খাবারের সন্ধান
কুকুরে মানুষে ভাগাভাগি
গণতন্ত্রের গায়ে অভিশপ্ত পেরেক
এ আমার দেশ না,
এমন দেশ আমরা কেউ চাইনি কোনোদিন।
শোকের সাগর তীরে
বুক ফাটা চিৎকার,
নীল আকাশ নীরবে তাকিয়ে কাঁদে
মানচিত্র ছুঁয়ে আছে শকুনের ঠোঁট
এ যেনো বেওয়ারিশ ষোড়শী র যৌবন নিয়ে কাড়াকাড়ি
সাম্রাজ্যবাদী র বিলাসী স্বপ্নের নির্বিচার কালো রাত।
এখন দুঃসময় আমাদের
অন্য সময়ের মতো প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া ভার,
পৃথিবীতে দৈবাৎ নেমেছে আঁধার এক
মৃত্যুর হাতছানি
সন্ত্রস্ত করে তুলেছে প্রতিটি মানুষ
কেউ আর বলতে পারছিনা
আমি ভালো আছি।
এরই মাঝে
এ আমার পবিত্র মাটি ধরে
অকস্মাৎ দিয়েছে টান
পরাক্রম হৃদয়হীন অন্য রকম কিছু প্রাণী,
আমি তাদের মানুষ বলতে পারছিনা
কারণ, মনুষ্যত্ব ছাড়া মানুষ হতে পারেনা।
তারা জীবন নিয়ে খেলে
রক্তের স্রোতে গা ভাসায়,
আদিম ও বন্য জন্তুর মতো
সগোত্র সংহারে সুখানুভূতি খুঁজে পায়
পৈশাচিক ও কান্ডজ্ঞানহীন নগ্ন উল্লাসে।