বর্ষার কালো মেঘ, চারিদিক অন্ধকার
পথে ঘাটে কেঊ নেয়, শুধু একটা হকার
কাছে আসতেই আলোয় দেখলাম, চেনা মুখ,
বই সাজানো পেট থেকে বুক।  


আমাকে দেখে চমকে উঠলো,
মনে হল পেয়েছে ভয়,
আমিও চোখ দিয়ে দেখলাম,
'ফাস্টবয়'ও হকার হয়।

গুটি গুটি পায়ে দাঁড়ালো আমার পাশে,
নীল নেই, শুধুই কালো আকাশে,
আমি মুখ ফুটে বললাম,
"এসব করছো কী?


হেঁসে বলে, "ঘরে চাল নেই,একটা বই দি?"
আমি কেমন হয়ে গেলাম, বললাম,
"তুমি ফাস্টবয় কেন করছো, এসব? "
হেঁসে বলে, "বাবা কাকা যার আছে, এই দুনিয়াতে তাদের সব"।


কিছু সময়, হল না কোনো কথা,
বয়ে গেল নিরাবতা,
মেঘের গর্জনে নিরাবতা ভেঙ্গে যেতো হয়তো, কিন্তু হয় নি,
বুঝলাম শিক্ষার দাম কেউ দেয় নি...।।