মন কথনিকা—৬
—————
ইকারাসের ডানায় চড়ে, চল যাই অচিন গ্রহ মঙ্গলে
পালাবে নাকি! আমার সাথে লোকালয় ছেড়ে জঙ্গলে;
বেড়েই চলছে চুরিধারি খুন-খারাবি আর হিংসা দ্রোহে
এসব ছেড়ে হারিয়ে যাব দুজন পৃথিবী ছেড়ে অন্য গ্রহে।


মন কথনিকা—৭
—————–
এক জগতে তোমার বাস, অন্য জগতে আমি
কেন তুমি বুঝলা নাগো মুহুর্তটা কত যে দামী;
আমি ঘাটি মোবাইল নেট তুমি দেখছ টেলিভিশন
চল একটুখানি করি চ্যাট, মিস করছি তোমায় ভীষন।


মন কথনিকা—৮
—————
চলে যাও না বলে এ কেমন তরো কারবার
দুচোখ খুঁজে তোমায় হৃদয় জ্বলে ছারখার
চলে যদি যাবেই তবে কেন এলে কাছে
অবুঝ এই মনটা যে, শুধু তোমায় যাচে ।
(31 August ২০১৪ at 19:25)


মন কথনিকা—০৯
——————–
চুপচাপ বন্ধু! কথা না বলে, থাকো কেমন করে?
ঠোঁট দুটো বন্ধ; না হেসে, মন কেমন করে ভরে?
আমি কথা বলি; মন খোলে কথা হয় দিন কি রাতে,
স্মিতহাস্য ঠোঁটে; সুখ-দু:খে কথা হয় হাসির সাথে।
1 September ২০১৪ at 20:28 •


মন কথনিকা—১০
————-
ক্লান্ত দেহ ক্লান্ত মন মৌনতায় চলে বেলা অবেলা
কথা না বলে সে আমার সাথে করে কেমন খেলা!
আড়চোখে তাকায় কভু চোখ পড়লে নেয় সরিয়ে
এমন খেলা দেখতে দেখতে যায় যে বেলা গড়িয়ে।
2 September at 2014 19:52