লিমেরিক-৭৬ (শান্তির ছায়াতলে রেখ প্রভু)
সুন্দর একটি জগৎ হউক তোমার আমার জন্য
আনন্দ মুখর ভুমিতে সন্তানদের নিয়ে হব ধন্য
মাতৃ-মমতার সব আকুলতা ঢেলে
সুখ উড়ুক প্রজাপতির ডানা মেলে
শান্তি ছায়াতলে রেখ প্রভু দয়া চাই এক নগন্য।
(১৪-০৯-১৪)


লিমেরিক-৭৭ (বিষে ভরা ফল)
রঙ বেরঙের ফলের পসরা দেখে ডর লাগে?
খাঁটি নাকি বিষে ভরা ফল মনে প্রশ্ন জাগে;
ফল দেখতে টসটসে
ভিতর ভরা পচা রসে,
খাবেন কি খাবেন না ভেবে দেখুনতো আগে!
(13-09-14)


লিমেরিক-৭৮ (যায় চলে যায় সময়)
সময়গুলো কোনসে ছলে যাচ্ছে চলে কোন বলয়ে
আংগুলের ফাঁকে নিভৃতে নির্জনে নিক্ষিপ্ত প্রলয়ে
ধরা যায়না বলা যায়না ছোঁয়া যায়না
শক্তি নিয়ে যায় চলে সে হিংস্র হায়না
খুঁজে পাবিনা সময় তুই ; যাচ্ছি চলে পর্বত মলয়ে।
(12-09-14)


লিমেরিক-৭৯ (বেলাশেষে)
বেলাশেষে গোধূলীতে ধীরে ধীরে নেমে আসল সন্ধ্যা
নীল আকাশে রক্তিম আভা, বইছে বাতাস মৃদুমন্দা,
দিন চায় নাতো রাতের আঁধার
নিকষ কালো চায় সঙ্গ সাদার,
কেউ চায় না চায় সময় বয়ে যায়, করলেও তার নিন্দা।
(11-09-14)


লিমেরিক-৮০ (ঋতুর প্রভাব)
ঢাকা শহরে পড়েনা কোন ঋতুরই যে প্রভাব
যন্ত্র মানুষের ভিড়ে প্রাকৃতিক মনের অভাব
ঝুপে ঝাড়ে কাশ নেই
অম্বরে সাদা মেঘ নেই
শব্দ, কালো ধূঁয়ায় পাল্টে দিল মানুষের স্বভাব।