লেখক নই পাঠক আমি
আনন্দ পাই পড়ে
গল্প কবিতা ছড়া পদ্যে
শব্দরা পড়ে ঝরে।


শব্দের তরী ভেসে চলে
অথৈ উপমা সায়রে
প্রেমের বৈঠা হাতে মাঝি
যাও কোথা ওরে!


মাঝিরা সব শব্দ যাদুকর
শব্দের খেলা দেখায়
ছন্দের ঝড় তোলে মনে
সুখের স্বপ্ন আঁকায়।


কবিতার সায়রে ভাসি আমি
গল্পের জলে ডুবি
শব্দের জালে আটকাস আমায়
কেন বলতো কবি?


আমিও যে লিখতে চাই
কবিদের মত করে
লিখতে শিখাও আমায় কবি
মিনতি তোদের তরে।


কবি কিন্তু নই, ছবি আমি
করতে চাই লেখার সূচনা
ছড়া কবিতা গল্প আর লিখব
পদ্য, গদ্য ও রস রচনা।
(Monday, 5 May 2014 at 22:33)