কি দেখবো বলো, যত্তসব তামাশা ঘরজুড়ে
তামাশার আয়োজনটা চলে বেশ জুড়েসুড়ে;
অগ্নির শিখা জ্বলে যেনো ধিকিধিকি করে
টুসটাস ফুটে চলছে,আতশ তুমি হাতে ধরে
আর তামাশা দেখি আমি দাঁড়িয়ে দুয়ারে।


মেঘে মেঘে অনেকটা বেলা গড়িয়ে গেলো
সন্ধ্যা হৃদয় পুড়ানো রক্ত নিয়ে এই এলো
আঁধার নেমে আসার আগেই কিছু বলে যেয়ো
রাত আঁধারে অস্ফুট সুর; কথা কয়ে নিয়ো
হাতে ধরে রাখা আতশ ছুঁড়ে ফেলে দিয়ো।


আবেগের বয়সটা পেরিয়েছি বহু আগে
তবু কেনো হায় অদ্ভুত আবেগ সব মনে জাগে!
জীবন সায়াহ্নে এসে নিজেকে একা লাগে
জীবন ভরা কেনো এতো হা হুতাশ নিদাঘে
নিজের করে পেতে চাই সব রাগে অনুরাগে


বন্ধ কর তামাশা, অভিনয় যত আছে মনে
সত্যের নিশান উড়াও; মত পাল্টো না ক্ষণে ক্ষণে
সিদ্ধান্তে স্থির হও, জীবন চলে সময়ের সনে
সব ভুলে এসো মিশি দুজন সুরে কুজনে
রোদ্দুর ডাকে এসো ফের সম্পর্ক সংযোজনে।
(12 November at 22:20)