কচুপাতা চুয়ে চুয়ে
বৃষ্টি পড়ে চোখের পাতায়
ও ছেলে তুই ভাবছিস কি-রে?
স্বপ্ন আঁকছিস মনের খাতায়!


আষাঢ় মাসের বৃষ্টি পেয়ে
মেলে ধরলি আউলা মাথা
তবে কেনো মাথার উপর
মানকচুতে ধরলি ছাতা।


উড়িয়ে দে হাওয়ার মাঝে
মানকচুর ঐ সবুজ ছাতা
বৃষ্টির ফোঁটায় ভিজবি ছেলে
ভাবছিস কেনো এতো যা-তা।


অবাক হয়ে বৃষ্টি দেখছিস
স্পর্শ নিবি বাইরে আয়-না
ভিজবি যদি আমার সাথে
ধরতে পারিস ফিরে বায়না।


চল-না ভিজি বৃষ্টির জলে
ভিজে হবো জবুথবু
ঠাণ্ডায় কাঁপবি জ্বরে ভুগবি
আমার সাথে ভিজবি তবু।


ঝমঝমাঝম বৃষ্টি পড়ে
আষাঢ় মাসের এই প্রহরে
মুগ্ধ হয়ে বৃষ্টির স্পর্শে
শিহরণ যে মন শহরে।


তুই যদি ফের ডাকিস আমায়
বৃষ্টির জলে ভিজব দু'জন
মনের ভিতর প্রেমের পাখি
সুর তুলবে শুন্ কুহু কুজন।


কাদাজলে মাখামাখি
একদিন না হয় হলি পাগল
খুলে দিবো তোর জন্য আজ
আবেগী এই মনের আগল।