প্রভাত হলেই খুঁজো; ডাকো নদী বলে
আমি কিগো নদী হই; আঁখি অথৈ জলে
তোমার জন্য সুরমা, হবো কুশিয়ারা
অথৈ জলে ডুবে তুমি হবে মাতোয়ারা?
দুয়ারে দাঁড়িয়ে ডাকো জাফলংই কন্যা
ঘুমাই আমি, আঁখিতে বয় ঘুম বন্যা
খিল এঁটেছি দুয়ারে; না দেখেই থাকো
দাঁড়িয়ে দাঁড়িয়ে একা স্বপ্ন মনে আঁকো!


জান বলো আর প্রাণ, আমি কারো নই
স্বপ্নঘোরে আমি শুধু একা ঘরে রই
অপেক্ষাতে রাখতে যে, ভাল লাগে খুব
বিষন্ন মুখ দেখতে মনে জাগে লোভ।


না দেখেই থাকো তুমি- দূরের আমি সে
আসি কাছে ডাক যদি খুব ভালবেসে।


(১৬ নভেম্বর ২০১৫