অপ্সরা তুমি অপ্সরা--রূপে গুনে মাখামাখি
ভিতর তোমার রঙধনু রঙ-হাজার ছবি আঁকাআঁকি।


ছন্দে ভরা জীবন তোমার-কাব্য ছড়ায় শব্দের খেলা
চোখে তোমার মুগ্ধ আবেশ-ঠোঁটে বসাও হাসির মেলা।


তুমি হলে অলরাউন্ডার-রেঁধে আবার চুলও বাঁধো
রেগেমেগে আগুন হলে-চোখ রগড়িয়ে একলা কাঁদো।


রাগ কমানোর কত বুদ্ধি-পেপার ছিঁড়ো বালিশ কিলাও
উল্টা গুনো চিৎকার করো-এসব বুদ্ধি আবার বিলাও।


খাতা জুড়ে আঁকতে থাকো-মানুষ কিংবা চোখের ছবি
আপি তুমি সবজান্তা যে- নখ দর্পণে তোমার সবি।


নাচে গানে পারদর্শী-কি পারো না তাই যে ভাবি
ও আপি বলো না আমায়-তোমার কাছে জানার দাবী।


কণ্ঠে তোমার মধুমাখা-আপি তুমি বড্ড গুণী
সুরের টানে মোহে ভাসি-আবৃত্তিটা যখন শুনি।


পিৎজা রাঁধো পিঠা বানাও- হরেক রঙের ছড়াছড়ি
তোমার এসব কান্ড দেখে-হেসেই তো খাই গড়াগড়ি।


যখন ইচ্ছে ভুত'টা চাপে-ইচ্ছে তোমার ইচ্ছে স্বাধীন
গল্প লিখ, কাব্য বানাও-বন্ধ ঘরে নাচো তা-ধীন।


হঠাৎ তোমার কি হয় জানি-বাঁধো খোঁপায় হীরা পান্না
পিছন দিকে মুখ ফিরিয়ে-করতে থাকো পোলাও রান্না।


সামনের দিকে মুখ ঘুরিয়ে-দাও না দেখা-অপেক্ষাতে
কেনো বাপু রাখছো তুমি-তোমার অবুঝ উপেক্ষাতে।


তুমি সুন্দর নীরুপমা-দেখছি তোমায় বইয়ের পাতায়
হাজার প্রেমের কাব্য লিখছ-আহা ছন্দ কাব্য গাঁথায়।


অপ্সরা তুমি অপ্সরা-অল রাউন্ডার রূপে গুনে
শেষ হবে না লিখে আপু-গুনের কথা বলে-শুনে


কত কথা বাদ যে গেলো-বাকি বলবো মুঠোফোনে
এই দেখো-না তোমার নিয়ে-গেলাম আমি কাব্য বূনে।