জলের মাঝে পা ডুবিয়ে-অপলকে উদাস আঁখি
এমন কিছু প্রহর আমার-ইচ্ছে কেবল একলা থাকি..
শেষ বিকেলের বুকে বসে-একলা আঁকি জীবন ছবি
সঙ্গী শুধু সে-ই হবে-গোধূলিয়ার রক্তিম রবি।
এমন প্রহর ভাবার প্রহর-মুগ্ধ হওয়ার স্নিগ্ধ প্রহর
স্বস্তির নি:শ্বাস বুকের ভিতর-জলে ঢালি জীবন জহর।
বসে থাকি জলের উপর-সন্ধ্যার আবির গায়ে মেখে
নীড়ের ফেরার তাড়া দিয়ে-দূরের পাখি যাচ্ছে ডেকে।
এমন প্রহর আমার প্রহর-ভাল লাগার ছোট প্রহর
মৃদু হাওয়ায় শান্তির প্রহর-উচ্ছ্বাসের ঢেউ মনের শহর।
ঢেউয়ে ঢেউয়ে ঝিলমিলিয়ে-রোদ্দুর হাসে জলের উপর
বাজে টুংটাং রিনঝিনিয়ে-ঝিলের পাড়ে জলের নুপূর।
কেউ নাই পাশে একলা আমি-জলে ভাসাই স্বপ্ন হাজার
সুখের ভেলায় ভাসলে নামে-শিহরণের ঢেউ মন মাঝার।
-
এমন প্রহর হঠাৎ করে-আসতে যদি ডিঙি বেয়ে
আমায় দেখে তরতরিয়ে-বৈঠা হাতে আসতে ধেয়ে...
দূরের ডিঙি দেখে আমি-তোমার কথা ভাবতাম শুধু
একলা আমি বসে আছি-মনের বাড়ি মরু ধূঁধূঁ ।
এসো তুমি ডিঙি নিয়ে-ভেসে যেতে ইচ্ছে জাগে
অভিমানের প্রহর দেখো-উদাস আছি অনুরাগে।
হাতটি ধরে উঠব নায়ে-ডুবুডুবু ডিঙি নায়ে
বসব দুজন পাশাপাশি-ছোঁয়া লাগিয়ে গা গায়ে ।