১/
এত অবহেলা মনে জমা তোমার, সে আমার জন্য
চুপচাপ থেকে যাই, দৃষ্টি ঘুরিয়ে দেখি কতটা পর তুমি
চৈত্রের উত্তাপ কপালে, ছুঁয়ে দাও নি ভুলেও একবার
কেঁপে কেঁপে উঠি মধ্যরাতে, তুমি নেই আপন হয়ে।


২/
শুনো, অফিস ছুটি দিয়েছি,
চলো একটি স্মৃতি রোমন্থিত দিন কাটাই.
সময় চলে যাবে, থেকে যাবে সুখ স্মৃতি
এসো উথাল হাওয়ায় ঘুরে আসি খানিকক্ষণ,
আলতো গা ঘেঁষে ঘেঁষে পথ চলি
তুমি চুপ থেকো, আমি তুলে যাব উচ্ছ্বাসের ঢেউ।
ঢেউয়ে ঢেউয়ে ভেসে যাও সুখে, সে কি তুমি চাও না!
ব্যস্ততা তুলে রাখ না হয় আজ বুক পকেটে।
কি আর হবে বল,
একটি দিনের কিছুটা ক্ষণ আমায় দিলে!
এসো চৈত্রের রোদ্দুরের পিঠে চড়ে ঘুরে আসি এই শহর
জানি তুমি নেয়ে ঘেমে ক্লান্ত হয়ে যাবে,
তবে তোমায় কচি ডাবের পানি পান করাবো আর
আমার হাতে তুলে দিয়ো ঠান্ডা জলের ললি
কিছুটা ক্লান্তি কেটে যাবে,
দিবাকর তাকিয়ে হাসবে, দেখে নিয়ো।
ঐ যে দূর্বাঘাসের মাঠ, দেখো কিনারে আম গাছ
চলো ছায়ায় বসে গল্প তুলি হৃদয়ের খাঁচায়
বন্দি করে নেই তুমি আমি চৈত্রের বার্ধক্য।
চৈত্র মরে যাবে,
তবে তুমি মনে তুলে দিয়ো বৈশাখীর প্রেম ঝড়।
ভেঙ্গে চুঁড়ে ভালবেসে ছেড়ে দাও আমায়, আমি গলে যাব
মাথা এলিয়ে জোরে নিঃশ্বাস নিব স্বস্তির, চোখ বন্ধ।
ভালবাসা কি এমন হতে পারে না, বল?