তোমার গায়ে গন্ধ কিসের,
বৃধ্টি ভেজা মাটি ??
অনেক আগে ছিলে তুমি,
সোনার পাথর বাটি !!
তুমি আর কারো আজ,
অন্য বৃষ্টি অন্য গন্ধে ভরা!!
তুমি আমার ছিলে,
আমার হয়ে..
আমার ছন্দে নড়া ।
আকাশ ভরা মেঘ দেখেছি,
আমরা দুজন তখন ...
কে বা জানত বৃষ্টি নামবে !!
আকাশ তোমার নতুন ।
তবুও চাই ভেজো তুমি,
ভেজাও তুমি...
ভেজার সুখে থাকো,
বৃষ্টি ভেজা মাটির গন্ধে ...
তোমরা সুখে থাকো ।।