তাঁকে অরধেক পুঁতেছিল ওরা মাটি তে
বাঁচার আকুতির আত্মা ভেদি শব্দ কে
     চুপ করিয়ে দিয়েছিল ওদের ছোঁড়া ঢিল।
ওরা উল্লাসে চিত্কার করে বলেছিল...
    সাবধান সব সাবধান...
দোষ করলে ছাড় নেই কারো আর।


    এক অসহায় মা ছিলো সে...
শিশুর কান্নায় অস্থির হয়ে,
    পারেনি নিজেকে আটকে রাখতে...
চেয়েছিল কলিজাটা কে একটু শান্ত করতে।
    বেরিয়ে ছিল সব চোখ রাঙ্গানি কে উপেক্ষা করে...
শিশু কে খানিক দুধ্ এর স্বাদ দিতে।


    টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল...
ওদের "আকা"র অসন্মান এর অপরাধে।
    অপরাধ...আড়াল সরে যাওয়া মুখ এর...
অপরাধ...অসহায় এক মা এর স্নেহর।
   অপরাধ...নারী হয়ে প্রতিবাদী হওয়া...
অপরাধ...অপত্যের কষ্টে প্রাণ এর পরোয়া না করা।


   হে অন্ধ মধ্যযুগীয় নিষ্ঠুর গন শোনো...
সত্যি কারের ধর্ম কি তোমরা জানো?
   কিসের বলে বলীয়ান ভাবো নিজেকে...?
কার সাহসে সাহসী
   মায়ের থেকে জন্ম জেনেও তোমরা...
মা কে মেরে কিসের ধর্ম মানো???