আমি জোর করে ভুলতে চাই
আমার দুর্দান্ত অতীতকে।
কারণ এখন আত্মীয়রা
পরিবর্তিত হয়েছে অনাত্মীয়রূপে।
টাকা ও ক্ষমতার মর্যাদায়
তারা সবাই নিঃস্ব আজ।
শেয়ালের মতো খুঁড়িয়ে খুঁড়িয়ে
বেড়ায়, আত্মীয়তার সুযোগ।
আর আমি যেহেতু, সে সব খুঁজি না,
অথবা তোয়াক্কা করি না।
তাই আমি রূপান্তরিত হয়েছি এক
নিভৃত সন্ন্যাসী রূপে,
যাকে দেখে চতুর শেয়ালরা
আগেভাগেই কেটে পড়ে নিঃশব্দে।