যে যতই বলুক আমাকে দুবাই শহর অপূর্ব,
আমি বলবো গর্দভের শহর।
কারণ সে শহরে মদের চাইতে ভায়েগ্রার চালানই বেশী,
নিয়ম-নিষিদ্ধ শুঁড়িখানায় মানুষ কেবল স্বপ্ন দেখে-
অমুসলিম ইহুদি-নারীর অথবা শয়তানপূজারী-খ্যাত ঈয়াজিদি-নারীর!
ঐ শহর কিছু মূল্যবান দামী দামী চাকচিক্যের সমারোহ ছাড়া আর কিছু নয়।
আমার যদি সামর্থ্য থাকতো তবে ঐ শহরে “তাও তে চিং” সেন্টার তৈরি করতাম,
বানাতাম শত শত লাইব্রেরী যেখানে শেখানো হবে শুধু অহিংসা, কামনা থেকে মুক্তি
অথবা কিভাবে পবিত্র-নাস্তিক হতে হয়!
সত্যি বলছি আমার যদি টাকা থাকতো
তবুও আমি কখনও দুবাই যাবো না বেড়াতে।  
প্রয়োজন হলে পাড়ি দেব ইউরোপের দরিদ্র দেশ পর্তুগাল
অথবা প্রশান্ত-মহাসাগরীয় কোন নির্জন দ্বিপের বালিরাশির
গায়ে এলিয়ে দেব এই ঠুনকো শরীর।