এই জোছনা দিয়ে আর কী হবে?
জোছনার আলোয় টুকরো টুকরো স্মৃতি,
মেঘের মতন উড়ে বেড়ায়
এই মস্তিষ্কের বিকেল জুড়ে।


তুমি, তুমি শুধু তোমার কীর্তিতেই ছেয়ে গেছে
পুরো ইতিহাসের মিছিল।
যেখানে জাল বিছিয়েছে কেবল অবিশ্রান্ত অতীত।
তাই আজ আমি হতবিহবল হঠাৎ,
মনে হল যেন, ঘুম থেকে জেগেই
যৌবনের চায়ের কাপে মুখ রাখলাম কেবল,
অথচ ঘড়িতে বয়সের কাঁটা ছাপিয়ে গেছে সাতচল্লিশ!
এবার তবে অবধারিত নির্ভেজাল জীবনের পালা
যদি আবার শুরু হতো শুধু তোমাকে নিয়ে
যৌবনের প্রথম প্রহর আবার।