গ্রিনটি আমার রাজকীয় বন্ধু বটে
যাকে আমি ঘৃণা করি রোদে ঝলসানো এক কমিউনিস্টের মতন।
অথচ সেই আমার পড়ন্ত বিকেলের মহানসাথী
তাই দুধচায়ের মিষ্টিমধুর স্বাদ ভুলে বসি প্রতিবার, বলে উঠি আপাতত!
রাত যখন বাড়ে, পরিশ্রমের চেতনায় এগিয়ে যায় অনুবাদকর্ম,
অলস সূর্যটাও আমার সাথে তাল মিলিয়ে উঁকি দেয় জানালায়।
যেটার চলচ্চিত্রায়ন- এক নরম-কোমল এ্যাকিলিস বসে আছে
চির আরধ্য দুধচা হাতে নিঃসঙ্গ এক গোলটেবিলের ওপর।
আর আকাশের তারারাও ছুটে চলে দিগ্বিদিক
যাতে অলস-সূর্যটা আবার জেগে ওঠে
মিষ্টিমধুর সামুদ্রিক দুধচায়ের নেশায়।