আসল সত্ত্বা কিছুটা পাহাড়ি, কিছুটতা শহুরে,
পালতুলে জীবনের স্রোতে নারী রূপে বহুদূর।
আবার কিছুটা পুরুষ হয়ে হুঙ্কার দেয় অন্ধকারে
ইচ্ছে করে দাঁতে দাঁত রেখে উবিয়ে দিই জীবন।
তবুও কি সাধ জাগেনা নীলাকাশটা ছুঁইয়ে দেখতে আরেকবার
পাখিদের মিষ্টিমধুর অপার্থিব গল্প শুনে হাতপা ছড়িয়ে দিতে!
আবার কোথায় দেখা হবে? উর্ধ্বে নাকি নিম্নে
নাকি চতুর্দিকে বিচ্ছুরিত কিছু, হে কবি।