মূর্তি সরানোর আনন্দে আত্মহারা বাংলা
যেমনি ঘটে নাবালকের হঠাৎ প্রেমের হামলা  
দেশে যখন লোকসংখ্যা সতেরো কোটি ছাড়িয়ে
বাঘের সংখ্যা মানুষকে দিলো বুঝি হারিয়ে।

মাটি থাকবে অথচ মূর্তি থাকবে না
এমন তো কথা ছিল না, ছিল না,
সংবিধান থাকবে অথচ নিয়ম থাকবে না  
বরং তার উল্টোটাই ঘটে চলেছে, চলেছে।


কোনদিন জাতীয় সংগীতও সরানো হবে
ছলে, বলে অথবা কৌশলে
মরুভূমির আইন হবে বদ্বীপের পল্লীতে  
মধ্যপ্রাচ্যের জটিল-ভৌতিক ক্যাচালে।


আমরা কেন আম খাই?
একথাও কি গজাবে একদিন প্রকাশসে
নাকি আমবাগানও উজাড় হবে একদিন
খেজুর গাছের পরশে।