নিল জিন্সের ভিতর লুকিয়ে রাখি বয়স
তারুণ্য প্রসারিত হয় ধীরে, বড়ই ধীরে!  
ধরো, শীতলক্ষ্যার তীরে এখনও বাতাস বয়
আমি প্রান্তে আর তুমি জানালায়, হেঁটে বেড়ায়
চিরকাল, বাতাসের সর্পিলতায় আয়ুষ্মান কেউ
আমাদের পথ দেখিয়ে নিয়ে যায় দেয়ালের ভিতর।
সময় যেখানে অর্থহীন, সংখ্যাতীত অবাস্তবও বটে।  
ধূমপান নয় তবুও কিঞ্চিৎ গাঁজার ছিটে হলেও চলে
সেই সৈকতে যেখানে ঘাস্ফুল হয়ে তোমার আশায় থাকতাম।