“এই কথাটি মনে রেখো” গানটি শুনতে শুনতে আরেকটু এগিয়ে যান......
“আমি যে গান গেয়ে ছিলেম জীর্ণ পাতার ঝরার বেলায়”
... এবার একটু ভাবুন, প্রশ্ন আসতে পারে পৃথিবীতে কি শুধুই কবি গুরুই গান করে ছিলেন?
দেখুন একটু বিশ্লেষণ করলে দেখা যাবে, কবিগুরু আসলেই নিজের জীবনকে মূল্যায়ন করেছেন অতি নিপুন দক্ষতায় এবং এটি একমাত্র কবিদের দারায় সম্ভব। এরকম উদাহারন রবীন্দ্রনাথের সৃষ্টিতে ভুরি ভুরি পাওয়া যাবে। ...” আমার প্রানের গানের ভাষা শিখবে তারা ছিল আশা”
অন্যদিক থেকে দেখলে হয়তো মনে হতে পারে কবি গুরু কি আত্মপ্রচার করছেন। কিন্তু আমি দেখতে চেষ্টা করি নিগুঢ় বিষয়টি- কিভাবে কবিগুরু গানের মধ্যে দিয়ে নিজেকে মহিমান্বিত করলেন?