আবার কি ফিরে আসা যায়
সুরের মতো ঘুরে ঘুরে
কখনো সবুজ বনরাজি, কখনো বা বেগুনি-
পথ পারি দিয়ে তারপর সুখ-দুঃখ মিলেমিশে একাকার-
অন্তমিলের ছন্দের মতন,
তারপর আবার পিয়ানোতে ফিরে আসা নোটের মতন-
আবার ফিরে আসে স্বপ্নিল-শব্দহীন জীবন-
তারপর অনন্তকাল শুনে যাবো স্বর্গীয় সুর-
ব্যাক্ষাতিত, বর্ণনাতীত সুরের মতো ফিরে আসা-
অদৃশ্য, অস্পৃশ্য কেবলই অনুরণিত সুখ!


২০শে জানুয়ারি, ২০১৫