আয়নার সামনে এক বৃক্ষের প্রতিকৃতি
নরম, কোমল ও শুকনো কাঠের মাঝামাঝি।
অথচ এই আমি আয়নায় বিশ্বাসী নই
মুগ্ধও হই না উদ্ভাসিত রূপে, রহস্য খুঁজি।


আমি এখন আমি, তুমি, প্রকৃতিকে গুলিয়ে ফেলি
আরামদায়ক ভাবে মনের কথায় চলি, স্বপ্ন ভুলি।
একটা রেললাইন ধরে চলি বৃত্তাকার পথে
পৃথিবীর আহ্নিক গতির সাথে যার চলনও গেছে বেঁকে।



২রা নভেম্বর, ২০১৬