বেঁচে থাকতেই কারো আবার মরণের পর
ভাস্বর হয় তার নাম,
হে রফিক,জব্বার,বরকত,সালাম
তোমাদের নামেই একুশে ফেব্রুয়ারি চিনলাম।


কথা ফোটার ঊষা লগ্নে,যে মিষ্টি ভাষায়
পূরণ করে মা তার
ছোট্ট সোনার আবদার,
সে ভাষা হবে অন্য ভাষার তাঁবেদার!
মানা যায় না,মানতে পারোনি অস্তিত্বের উপর
এ আঘাত।
বীরের মতো পেতে দিলে বুক
বরণ করে নিলে বুলেটের সুখ
সে বুলেট‌-ই এনে দিল স্বকীয় পরিচয়
পৃথিবীর কাছে।
সে থেকেই হলো-ফেব্রুয়ারি ভাষার নিজস্ব মাস
ভাষা শহীদের দাস।


প্রাণের বদলে দিয়ে গেলে অধিকার,
চেতনার স্ফুরণ,
মৃত্যুকে জয় করে বানালে গোলাম-
হে রফিক,জব্বার,বরকত,সালাম
তোমাদের নামেই একুশে ফেব্রুয়ারি চিনলাম।।